তাল-বেতালে চলতে যে হয়, তোমরা কি তা জানো না;
সব নিয়মই যায় না মানা, তোমরা কি তা মানো না!
রাস্তাঘাটে চলতে গেলে উঁচু-নীচু পার হতে হয়;
গাড়ির তলে পড়ার ঝুঁকি, হতেই পারে জীবন ক্ষয়।
ভূতের মুখে রামের নাম, সাধুও জপে রামের নাম;
জ্যোতিষ টাকা ট্যাকে গুঁজে পূরায় সবার মনস্কাম।
চোর-ছেচড়ে পেটের দায়ে অন্যলোকের পকেট কাটে;
পুকুর চুরি করেও মানুষ বুক ফুলিয়ে পথেই হাটে।
আমি না হয় কথায় কথায় এক আধটু প্যাঁচ কষি;
মানসাংক করতে গিয়ে কাগজে বলপেন ঘষি।


রচনাকাল: ঢাকা, ০২ অক্টোবর ২০২১।