ক্ষুদ্র কণাটি প্রাণের ছোঁয়ায়, পৃথিবীতে এলো আগে;
মানুষ এসেছে সকলের পরে, দিনের অস্তরাগে।
সেই ছোট কণা নতুন মিশনে, মানুষ হন্তারূপে;
মানুষ মরছে বেঘোরে হঠাৎ, পড়েছে অন্ধকূপে।


প্রতিদিন হবে নতুন রেকর্ড, রক্ত হরফে লিখা;
চারদিকে শুধু যবনিকাপাত, মৃত্যুর বিভীষিকা।
এ কোন্ মৃত্যু, কেমন মৃত্যু, নির্মম পরিহাস;
ঘরে ঘরে শুধু কান্নার রোল, পিশাচের উল্লাস!


রচনাকাল: ঢাকা, ২ এপ্রিল ২০২১