আকাশে হঠাৎ করেই মেঘ জমে;
আবার দূরও হয় একটু পরেই।
বৃষ্টি এসে ধুয়ে দেয় সব ক্লেদ;
মুছে যায় সব গ্লানি।
আকাশ আবার পরিষ্কার হয়;
ঝকমক করে উঠে আলোর দ্যুতি।
দূর হয় ক্লান্তি;
নতুন উদ্যমে পথ চলা শুরু করে মানুষ।


মানুষই সব পারে;
যন্ত্রণা দিতে অথবা যন্ত্রণা সইতে।


রচনাকাল: ঢাকা, ২৩ এপ্রিল ২০২০