ডাইনি বুড়ির অনেক বয়স, ভাঁজ পড়েছে চামড়ায়;
আশেপাশে মানুষ পেলে তাকে ধরেই কামড়ায়।
সাদা চুলে কলপ দেয়া জোয়ান সাজা বুড়িটা;
রাত্রিকালে শিকার ধরে কমপক্ষে কুড়িটা।


দিনে দিবাস্বপ্ন দেখে, নাক ডাকে আর ঘুম পাড়ে;
সন্ধ্যে হলেই সেজেগুজে মানুষজনের মন কাড়ে।
ঘাড় মটকে রক্ত খেয়ে আবার উঠে বটগাছে;
মগডালে তার শোবার ঘরে খাটপালঙ্ক সব আছে।


ডাইনি বুড়ি বাঁচবে অনেক, মরবে নাতো এই বুড়ি;
মিথ্যে কথা বলার বেলায় নেই কোথাও তার জুড়ি।
'মানুষখেকো' বললে বলে,' মিথ্যে কথা বলিস্ না;
আমার সুখের জীবন দেখে তোরা অমন জ্বলিস্ না।'


রচনাকাল: ঢাকা, ০৫ এপ্রিল ২০২৩।