মুক্তিযুদ্ধে বাঙালির জোর প্রতিরোধ;
স্বদর্পে উদ্ভাসিত মুক্তিযোদ্ধা, বীর।
পরজীবী গ্রাস করে মানুষের মেধা,
মেধাহীন অমানুষ হন্তা মেধাবীর।


বিপর্যয় ডেকে আনে দেশীয় বেইমান;
হায়েনারা ক্রীড়া করে আদিম উল্লাসে।
বিজয়ের সন্ধিক্ষণে হত্যাযজ্ঞ চলে;
মেধাবী মানুষের রক্তে দেশ ভাসে।


মেধাহীন হলে জাতি দিকভ্রান্ত হবে;
ফন্দি এঁটেছিলো তাই ধূর্ত হানাদার।
শেষ হাসি হেসেছিলো বীর বাঙালিরা;
জয় হলো সবুজ আর লাল পতাকার।


রচনাকাল: ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২১।