পাগলী আমার, পরান আমার, আয় না কাছে, জান।
আর কতোকাল রাখবি দূরে, করবি অভিমান।
আমি তো আর নইরে পুতুল; রক্তে গড়া দেহ।
মান অভিমান আছে আমার, ভালোবাসা, স্নেহ।
তোকে আমি হৃদয় দিয়ে করছি অনুভব।
তুই যে আমার মানিক-রতন, জীবন-মরণ সব;
সুখ-দুঃখ, কান্না-হাসি, বুঝতে পারিস্ কি তা?
তোকে ছাড়া এই জীবনে আর সবি যে বৃথা।


তোর কাছে কি নেইরে আমার কোনোই প্রয়োজন?
তবে কেনো করেছিলি প্রেমের আমন্ত্রণ?
ডেকেছিলি কেনো তবে ভরা ফাগুন মাসে;
বলেছিলি কেনো,'প্রেম একবারইতো আসে'।
আমার দুটি হাত ধরে আর চোখে রেখে চোখ,
বলেছিলি,' তুমি আমার সুখের কল্পলোক।'
সেই সুখে আজ নেই কি আমি; দুখের দীঘল ছায়া?
হৃদয় থেকে হারিয়ে গেছে ভালোবাসা, মায়া?
দূর আকাশে দেখিস্ না আর লক্ষ তারার মেলা?
লাল গোলাপের প্রতি কেনো আজ এ অবহেলা?


আয় ফিরে আয় কৃষ্ণচুড়ার লালের আবাহনে;
সুখ দুঃখে একসাথে ফের মিলবো যে দুইজনে।


রচনাকাল: ঢাকা, ২৩ মে ২০১৯