হারতে হারতে জিতে যাওয়া, আর জিততে জিততে হারা;
খাড়া হতে হতে শুয়ে পড়া, আর শুইতে শুইতে খাড়া।
বাঁচাতে জীবন, রাখতে জীবন পদে পদে মরে চলি;
গান গেয়ে গেয়ে কথা বলি, আর কথা হয় পদাবলী।
অন্ধকারেও বিস্তর আলো, চোখে দেখি সবকিছু;
কানাগলি ছেড়ে বাইরে এলেও আঁধার ছাড়ে না পিছু।
মজার দুনিয়া, মজার মানুষ চারদিকে দেখি সব;
মানুষের মতো দেখতে যদিও, শকুনেরই কলরব।
মানুষ কোথায় ফানুস উড়ায়, অমানুষই দেখি বেশি;
মানুষ ছেড়ে যে গদগদ হয়ে কুকুরেরই কাছে ঘেঁষি।


রচনাকাল: ঢাকা, ২৭ জানুয়ারি ২০২১