ঝরা পাতার মতোন ঝরে যায় তোমার ভালোবাসা শীতশেষে, ফাল্গুনের আগেই।
ঔষধি গাছের মতোই বড্ডো সাময়িক তোমার চাওয়াপাওয়া।
আমি অপেক্ষায় থাকি চিরহরিৎ বৃক্ষের, আজীবন ছায়া দেবে, দেবে ফল।
কী করে মিলবে দুজনার পথ; সমান্তরাল হেঁটে যাওয়া শুধু!
হাত কখনোবা ছুঁয়ে যায় হাত;
মন ছুঁতে পারি না।


রচনাকাল: ঢাকা, ২৯ অক্টোবর ২০১৯