আজকে আমার মন খারাপের দিন;
মনের ঘরে নিজেই অর্বাচীন।
দিন বদলের সময় যখন শুরু;
বুকটা কেমন কাঁপছে দুরুদুরু!


বুকের ভেতর উথালপাতাল করে;
স্বপ্নগুলো রাতেই গেলো ঝরে।
লাল গোলাপের কাঁটাও বিষে ভরা;
সুখ পাখিটা আর দেবে না ধরা!


মনের সাথে মনের যুদ্ধ চলে;
স্বপ্ন দেখা চোখ ভরেছে জলে।
আজকে আমার দিন বদলের দিন;
জীবন দিয়েই শোধতে হবে ঋণ!


সব আশা আজ যায় দুরাশায় মিশে;
পাই না ভেবে কাটবে আঁধার কিসে।
দিনের শেষের রঙধনুকের মতো;
অন্ধকারেই হারাই আপাততঃ!


শীতের শেষে আসবে উতাল হাওয়া;
কোকিল তখন করবে আসা-যাওয়া।
ফাগুন এলে হাসবে সবাই সুখে;
আলোর কণা পড়বে এসে বুকে!


হতেও পারে, আমিও হবো সুখী;
আমার ঘরেও জোছনা দেবে উঁকি।
সেদিন যদি ফাগুন হাওয়া বয়;
আপন মনেই হাসবো সুনিশ্চয়।


রচনাকাল: ঢাকা, ০৬ জুলাই ২০২২।
পূনর্লিখন: ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২২।