আমার এই মনটা কি ফুটবল;
লাথি খেয়ে ছুটে চলে চারদিক।
দেখতে আমারই মতো অবিকল;
নাকি সেটা গোলগাল, রম্বিক।


পেটফোলা, জোড়াতালি কারুকাজ;
সোনামূখী সুঁইয়ে ফোঁড়া, চামড়ার।
ভিতরে ভিতরে ফাঁপা, চাপাবাজ;
অন্ধের মতো ছোটা কাজ তার।


খেলে যায় চৌকস রমনীরা;
খেলা দেখে তালি দেয় দর্শক।
হয় না কখনো গোল, জাল ছিঁড়া;
মনে মনে মন করে বকবক।


তবুওতো প্রেম খুঁজে মন আমার;
বারবার ছুটে গোলপোস্টেই।
ফুটবল হয়ে মাঠে থাকা সার;
লজ্জা-শরম-ভয়-ভীতি নেই।


রচনাকাল: ঢাকা, ১২ জুলাই ২০২১।