কাজের বুয়া কুটনা কুটে, রান্ধেবাড়ে ডালনা;
গিন্নি বসে টিভি দ্যাখেন, এখন কলিকাল না!


রসগোল্লার রস খেয়ে যায় শিংগজানো পিঁপড়ে;
রস যদি চাস্, মিষ্টি তবে দুই আঙুলেই চিপ্ রে।


চোরের মায়ের বড় গলা, সাবুদ গেছে চুপসে;
গিরস্ত রয় ঘাপটি মেরে, সব হারিয়েও চুপ সে।


শিয়ালমামার কাছেই এবার মুরগি দিছি বর্গা;
কুত্তাবেটা না খেয়ে থাক্, ভাতবেগড়ে মর্ গা।


রচনাকাল: ঢাকা, ২৭ মার্চ ২০২২।