ভিনদেশী এক রাজকন্যারে জড়িয়ে আমার সাথে
নিজের মরণ ঘন্টা গলায় বেঁধেছি নিজেরই হাতে।
তারে যে কখন দিয়েছি নিজেই জিয়ন-মরণ কাঠি!
তারই ইচ্ছায় জেগে থাকি আর স্বপ্নের ঘোরে হাঁটি।
আমার পরান ভোমরাটি তার সিন্দুকে আছে রাখা।
তারই ইশারায় ফুল ফোটে মনে- প্রজাপতি মেলে পাখা।
তাহারি পরশে হেসে উঠি আর বিরহে কাতর হই।
এই পৃথিবীতে বেঁচে আছি তবু আমি তো আমার নই!


রচনাকাল: ঢাকা, ২০ অক্টোবর ২০১৮