ছেরি বলে,'নেড়ি কুত্তার যুত্তা নাই;'
ছেরা বলে,' ছেড়াবেড়া হইছে তাই।'


ছেরি বলে,' মদনা, চল্;
বদনা ভরে আনবি জল।'
ছেরা বলে,'মরা গাঙে মরতে যাই!'


পাদটীকা : যুত্তা= সক্ষমতা; ছেরি=মেয়ে, ছেরা= ছেলে।


রচনাকাল: ঢাকা, ০১ মে ২০২৩।