কামলার কাছে লোকে পায়না তো পাত্তা;
রাজপুতে যমদূতে হরিহর আত্মা।
ধুত্তুরি! মুখপুড়ি খেটেখাওয়া ছুড়িটায়;
বুক উঁচা করে রোজ রাজপথে হেঁটে যায়।


হুটহাট লুটপাট করে নেতা কোলাব্যাঙ;
বুড়োবুড়ি হুড়োহুড়ি করে ভয়ে, ভাঙে ঠ্যাঙ।
চুরি করা রুইমাছ শিয়ালিনী রান্ধে;
পুটিমাছ খেয়ে বগা পড়ে থাকে ফান্দে।


চটপট চটপটি খেয়ে যায় গুন্ডায়;
দোকানীরা লালবাতি জ্বেলে তার গুণ গায়।
বড় মিয়া মাগনাই বিরিয়ানী খায় রোজ;
শরম মরমে মরে, সুনীতি'র নাই খোঁজ।


জীবন করবো পার এইসব দেখে দেখে;
অন্যের পাকঘরে ছালুনের নুন চেখে!
জিহ্বাটা চাটে বটে, খালি পেটে অনশন;
চারদিকে মশামাছি, রাতদিন ভনভন।


রচনাকাল: ঢাকা, ২৩ মার্চ ২০২২।