মোশনটা থাকা ভালো, ইমোশন ভালো নয়;
মোশনে স্বস্তি আনে, ইমোশনে জান ক্ষয়।
মোশনে পেশীতে বল, রক্তের ফ্যাট কমে;
ইমোশনে ঘুম কাড়ে, শরীরটা টানে যমে।


মোশনে চাঙ্গা মন, প্রজাপতি চোখে উড়ে;
ইমোশন খুবই বাজে, পড়ে যায় মাথা ঘুরে।
মোশনে বাড়ায় গতি, হৃদয়ের স্পন্দন;
ইমোশনে মনে জ্বালা, চোখ জুড়ে ক্রন্দন।


মোশনে ফুর্তি আনে চনমনে জীবনে;
খেয়েদেয়ে ঘুম যায়, রাজা মারে স্বপনে।
কাড়ি কাড়ি টাকাকড়ি, কাড়াকাড়ি দিনরাত;
মোশনের চোটে কারো ভাঙে হাত, ভাঙে দাঁত।


ইমোশনে বাঁধা থাকে কবি-শিল্পীর প্রাণ;
মন থাকে কবিতায়, আঁকে ছবি, গায় গান।
ইমোশন আছে তাই ভালোবাসা টিকে আছে;
প্রেম-প্রীতি ছাড়া শুধু খেয়ে-পরে কেউ বাঁচে!


রচনাকাল: ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২১।