'নিশিকন্যা'  নামটি তোমায় কে দিয়েছে, মেয়ে?
রাতের বেলায় মাতাল ভ্রমর ফুলের মধু খেয়ে?
ভোমরা বুঝি উতল হাওয়ায় ফুলবাগানে এসে;
নিত্যদিনই হামলে পড়ে তোমার গায়ে ঘেঁষে?
মিষ্টি মেয়ের দৃষ্টি কেড়ে পাঁপড়ি ছুঁয়ে ছুঁয়ে,
হারিয়ে যায় দিনের বেলায় বিজন বিভুঁই ভুঁইএ!
আবার রাতে ফিরে আসে ফুলের মধু খেতে;
রঙিন ঠোঁটে ঠোঁট লাগিয়ে উষ্ণ আদর পেতে।
আদর খাওয়া শেষ হলে সেই দুষ্টো ভ্রমর বুঝি,
'নিশিকন্যা' বলে তোমায় ডাক দিয়ে যায় রোজই?


রচনাকাল: মাসুন্দিয়া (পাবনা), ১৫ ফেব্রুয়ারি ২০২০