নারীর শরীরে খুঁজ শিল্পের সুষমা;
সৃষ্টির আদিরস কর আস্বাদন।
কবিতায় স্ফীত বক্ষের নানান উপমা;
নিতম্বের বাঁক আঁক, যক্ষের ধন!


অকপটে তুলির টান দাও ঊরুদেশে;
মাংশল লাবণ্যেই স্থির থাকে চোখ।
কামার্ত দৃষ্টি ঘুরে শিকারির বেশে;
কামকলা শিখে নিতে থাক উৎসুক।


পুরুষ, কেবলই পুরুষ হতে চাও তুমি;
রমণীরমণে থাক ক্ষুধাঅন্ত প্রাণ।
চারদিকে খুঁজে ফির নির্জন ভুমি;
অলি হয়ে নিতে চাও গোলাপের ঘ্রাণ।


নারী কি শুধুই নারী, যৌনতার দেবী;
আর কোনো রূপে তার নেই অবস্থান!
পুরুষ হয়েছো বলে হবে বেহিসেবী;
ভুলে যাবে মাতৃত্বে তার অবদান।


মমতায় জড়িয়ে রাখে ঘরসংসার;
সন্তানপালনে নারীর সমকক্ষ নও।
নারীর দেহেও আছে কামনা অপার;
একান্তে বসে তাকে দুটি কথা কও।


রচনাকাল: ঢাকা, ১৩ মার্চ ২০২০