নারীত্বের মাঝে খুঁজো তোমার অস্তিত্ব;
নিজেকে খুঁজে পাবে নিজের মাঝেই স্বমহিমায়।
নারীর সৌন্দর্যে মোহিত পুরুষ;
পতঙ্গের মতো পোড়ায় নিজেকে।
পৃথিবী এগিয়ে যায় কিসের আবেশে;
সভ্যতার বিকাশ কে করে সাধন!


নারীত্বকে অস্বীকার কর কেনো মিছে ;
নারীরূপে জন্মেছো নারীগর্ভ হতে।
তোমার গর্ভেও আসবে নিশ্চয় নারী অথবা পুরুষ;
বংশপরম্পরায় তুমিই বাহন মানব জাতির।
পুরুষ কখনো বড় নয় তোমার চেয়ে;
ছোটও সে নয়।
পরস্পরের সম্পূরক নারী ও পুরুষ;
পুরুষ হতে তুমি যেও না, হে নারী।


রচনাকাল: ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২২।