কতো না সুখের নদী দুখের সাগরে মিশেছে ভালোবেসে!
দহনে দহনে তিল তিল করে মৃত্যুর পথযাত্রী কতো না প্রেমিক হৃদয়!
কতো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে নির্দয় প্রেম, নিষ্ঠুর ভালোবাসা!
সুগন্ধি লাল গোলাপের বিষযুক্ত কাঁটার আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে কতোজন!
মদ আর মদিরায়, পসারিণী আর বাঈজির রঙিন জলসায় হারিয়ে গেছে কতো প্রেমিক পুরুষ;
কতো নারী ভালোবেসে পথ হারিয়ে আশ্রয় নিয়েছে নিষিদ্ধ পল্লীতে!
কেউ রাখে না সে খবর।
তাদের ব্যর্থতা, ব্যর্থতা আর ব্যর্থতাই শুধু দেখেছে সমাজ আর সংসার।
মৃত্যুর যবনিকায় বেঁচে গেছে তারা, যারা উজাড় করে ভালোবাসা ঢেলে দিয়েছিলো একদিন।
যারা বেঁচে আছে তারাও বেঁচে যাবে মৃত্যুর পর।


রচনাকাল: ঢাকা, ৯ জুন ২০১৯