নগেন বাগদী- রানার, একা একা নিরালাতে
কোথায় চলেছো তুমি বর্শাবিহীন হাতে?
খাকি পোশাকের সেই মোহময় হাতছানি;
ক্ষুধার অন্ন পেতে গায়ে তুলে নিতে, জানি।


মঞ্জিলে যেতে কভু তোমার হয়নি দেরি;
সেবা দিয়ে গেছো তুমি সর্বদা মানুষেরই।
মানুষের চিঠি কাঁধে বয়ে নিয়ে যেতে রোজ;
কেউ তো রাখেনি ভুলেও কখনো তোমার খোঁজ।


দুখে দুখে গেছে দিন, দুখে দুখে গেছে রাত;
রাতশেষে পুনরায় এসেছে নতুন প্রভাত।
নতুন প্রভাতে আবার ফুটেছে দিনের আলো;
ঘুচেনি তোমার আঁধার-অমানিশা ঘোর কালো।


এসে গেলো সেই ক্ষণ, চলে গেলে দূরদেশে;
কখনো হবে না দেখা, বলবে না কথা হেসে।
যেখানেই থাকো তুমি, ভালো থেকো, খুব ভালো;
ভোরের সূর্য হয়ে আলোকের ধারা ঢালো।


রচনাকাল: ঢাকা,২৩ ফেব্রুয়ারি ২০২১