রাহুতে গিলেছে পূর্ণিমারই চাঁদ,
অন্ধকারে ঢেকেছে আকাশ।
অমাবস্যার লগ্ন এখন,
আমার পৃথিবীতে শুধু দীর্ঘশ্বাস।
ঘুটঘুটে অন্ধকারে চলতে পারি না পথে,
দেখতে পাই না চোখে কিছু।
ফুলেলা বাগানে এই ফাল্গুনের রাতে
ছুটি ভোমরার পিছু পিছু।
তার গুনগুন গুনগুন শব্দই বুঝি
আমাকে দেখাবে পথ।
কালো গোলাপের কাঁটা যে আমার
বঁধুর নাকের নথ।


রচনাকাল: ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০১৯