মানুষ যখন অমানুষ হয়, অন্ধ লোভাতুর;
বিভৎসতায় হিংস্রতায় থাকে জগত ভরপুর।


শিরায় শিরায় বিষ বয়ে যায়,
শিকার খুঁজে বাঘ-হায়েনায়,
মানবতা ধুলায় লুটায়, নাচ করে অসুর।


রচনাকাল: ঢাকা, ০৬ নভেম্বর ২০২১।