অনেক বছর পরে দেখা হলো দু'জনার
ঘামে ভেজা নাকে তার সোনার নোলক
কেঁপে কেঁপে থেমে গেলো চোখের পলক।।-


দুষ্টুমি ভরা সেই আধো আধো হাসি নেই আজ দু'ঠোঁটে
রহস্য নেই তার চাঁদমুখে-একটি গোলাপ যেন রয়েছে ফুটে
অবাক দেখে আমি বিষন্ন বিহ্বল
দূর অতীতের এক দুরন্ত বালক।।-


কৈশোরে দেখা সেই ভীরু ভীরু চোখে দেখি স্বপ্ন-আবেশ
ভাদ্রের ভরা নদী-থৈ থৈ রূপালী ঢেউয়ের সুখ সমাবেশ
আমার সুখের পাখি উড়ে গেলো আকাশে
পড়ে র'লো শুধু ক'টি ঝরা পালক।।-


রচনাকাল: ৪ এপ্রিল ১৯৯৩