নেতা হলেই বেফাঁস কথা বলতে কারো পাস লাগে না;
বলদ গরু শুয়েবসে জাবর কাটে, ঘাস লাগে না।
আমজনতা পাদ দিলে হয়, তখন যেনো এটম ফাটে;
হামলা করে, মামলা দেওয়ার ফন্দিফিকির ভালোই আঁটে।


চকমকা এই জগতে আজ বিজ্ঞাপনই চটকদার;
তরোয়ালের চেয়ে এখন ভোঁতা চাকুর বেশিই ধার।
লম্বা হাতের জোর বেশি, ডাল শক্ত বেশি মূলটা হতে;
অনিয়মই নিয়ম এখন, চলতে আরাম উল্টা পথে।


রচনাকাল: ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২১।