ফেসবুক।
ভার্চুয়াল জগতের উন্মুক্ত দরজা। খোলা জানালা।
কতো ছবি। ভিডিও। কথার কথকতা।
ফুলঝুঁড়ি আনন্দ বেদনার।
কতো রঙের মানুষ।
নানা দেশের, নানা ভাষার।
একই ভাষার, ভিন্ন দেশের।
শরীরী উপস্থিতি নেই। মন কথা কয়।
হৃদয়ের ছোঁয়া মেলে।
প্রোফাইলে নিজেকে তুলে ধরা।
যোগাযোগ।
মত বিনিময় হয়। মনেরও কখনোবা।
বিশ্বাসই পুঁজি এখানে।
মেসেঞ্জারে কথার পিঠে কথা সাজিয়ে কতোই না ভাবের আদানপ্রদান।
বয়সের বাঁধা নেই বন্ধুত্বে, অসম হলেও।
কখনো কখনো তৈরি হয় পারস্পরিক ভালো লাগা।
ভালোবাসা অতঃপর।
রাত জেগে দেহের আড়াল মানুষটির মনের রাজ্যে অবাধ বিচরণ।
পর্দা উঠে মনের।
শরীরটাকেও দেখতে পায় মনের চোখ।
মনের মাঝে মন বিলীন হয়।
শরীর মেশে শরীরে কল্পনায়।


ফোনে পরিচয়।
ঠিকানাও জানা হয়নি।
হঠাৎ ডেটিং।
পাশাপাশি চলতে চলতে হোচট খেয়ে পড়ে গেলাম।
কিছু বুঝে উঠার আগেই পকেটমার ওয়ালেট আর ফোনসেট নিয়ে পালিয়ে গেলো।
বুঝতে পেরেছিলে কিনা জানি না।
থামোনি তুমি।
মানুষের ভীড়ে কতো যে খুঁজেছি!
তোমার ফোন নাম্বার লেখা ছিলো না কোথাও।
নতুন সেট নিলাম।
পুরনো নাম্বার।
তোমার দিক থেকে রিং আসেনি আর।
তুমিও হয়তো আমার নাম্বার সেভ্ করোনি!


ফেসবুকই এখোন অবলম্বন।
দিনরাত এই ভার্চুয়াল জগতে আসল তোমাকে খুঁজে ফিরি।
অপেক্ষায় থাকি সেকেন্ড মিনিট ঘন্টা ধরে।
যদি খুঁজে পাই.....


রচনাকাল: ঢাকা, ২৭ অক্টোবর ২০১৮