সোনালু অমলতাস হলো তোমার ছোঁয়ায়;
আমি সেই অচেনা বইচি ফুল হয়েই রইলাম।
কেউ চেনে না আমাকে;
আমি বনবাদাড়ে ঝোপঝাড়ে অযত্নে বেড়ে উঠা ছোট্ট বইচি ফুল।


অতো সহজে ঝরে যাই না আমি;
সোনালুর মতো বাতাসে মৃদুমন্দ দোলও খাই না।
হৃদয়ের গহীনে ঢেকে রাখি নিজের সব দুঃখ-কষ্ট;
শক্তহাতে নিজেকে সামলাই।
তবুও তোমারই অপেক্ষায় থাকি;
যদি ভুলেও হাত বাড়িয়ে দাও।


সোনালুই বলো আর অমলতাসই বলো;
বাতাসে দোলে দোলে তোমাকেই ডাকে হয়তো।
আমি তোমাকে ডাকি না;
অপেক্ষায় থাকি শুধু।


রচনাকাল: ঢাকা, ১৮ মে ২০২২।