ওরা লজ্জা পায় না;
কারণ ওদের মস্তিষ্কে লজ্জানির্ধারক নিউরন নেই।
জন্মের সময় ওদের লজ্জার মাথা কেটে দিয়েছে আনাড়ি ধাত্রী;
নাড়ীর সাথেই।
ওরা রঙ বদলায় গিরগিটির মতো;
তাই ওদের লজ্জা থাকতে নেই।


ওরা ক্ষমতাবান, নেতা-পাতিনেতা সমাজের;
তাই লজ্জাকে থোরাই কেয়ার।
ক্ষমতাসীনের চামচা আমলা মহাজন ওরা;
লজ্জা পাবে কোন্ লজ্জায়!


চাপাতি, দাও-কুড়াল কিংবা পিস্তল হাতে দলবাজ ওরা;
লজ্জাও ওদেরকে ভয় পায়।
ওরা অন্যের সম্পদ লুটে নেয় নির্দ্বিধায়;
লজ্জা পাবে কেনো!
ওদের দু'কান কাটা;
কাকে লজ্জা দেবে আমজনতা!


ওরা লজ্জা পায় না;
সর্বকালেই নির্লজ্জ বেহায়া ওরা।
ওদের শুধু ক্ষিধে পায়;
নিজ দেশ আর মানচিত্রও গিলে খেতে চায়।


রচনাকাল: ঢাকা, ১৬ আগস্ট ২০২০