অরিত্রী কেনো অকালে ঝরে, মারা যায় অপঘাতে?
এই সমাজের, আমাদের কার কতোটুকু দায় তাতে?
দূরত্ব বেড়েছে মানুষে মানুষে, মায়া, মমতায়, স্নেহে।
লোভ আর লালসা, দ্বেষ-বিদ্বেষ বেড়েছে সমাজ-দেহে।
চারদিকে দেখি 'নীতিকথা বলা' মানুষ বেড়েছে বেশ।
নীতিবান লোক কমছে ক্রমশ, বাড়ছে তাদের ক্লেশ।
শত অন্যায় অপরাধ করে যদি পার পাওয়া যায়,
'ন্যায়-পক্ষ'র মানুষ তাহলে খুঁজে বা পাবো কোথায়?
প্রতিদিন চেয়ে দেখি কতোশত দানবের উত্থান;
সমাজের মাঝে তাদেরই কদর, তাদেরইতো সম্মান।
অতি দ্রুত তারা 'আঙুল ফুলে হয়ে যায় কলাগাছ'।
সুশাসন ছাড়া জাগে না কখনো বিশ্বে কোনো সমাজ।
দেশ গড়তে যে শৃঙ্খলা লাগে সে কথা সকলে জানি।
ব্যক্তিজীবনে এই কথাগুলো আমরা কজনে মানি?
প্রতিদিন হয় খুনোখুনি; ঘরে, পথেঘাটে চলে রেপ।
এসব ঠেকাতে নিতে হবে দৃঢ় কঠোর পদক্ষেপ।
এক অরিত্রী ঝরে গেছে আজ; কাল যাবে আর কেউ।
আনতে হবে যে পরিবর্তন এই সমাজ-কাঠামোতেও।


রচনাকাল: ঢাকা, ০৬ ডিসেম্বর ২০১৮