ভাবের রাজ্যে সবে ভাবহীন, কাবিল কামেতে চোরা;
যার আছে তার চাই আরো আরো, কোমরে লুকানো ছোরা।
পায় না যে তার নেই হাহাকার, অল্পে তুষ্ট বটে;
'আল্লাহ মালিক রেখেছেন ভালো', মুখে বলে অকপটে।


চঞ্চলমতি যুবক-যুবতী চোখে চোখে কথা বলে;
বুড়োবুড়ি দেখ' আড়চোখে চায়, মনে মনে শুধু জ্বলে।
শিল্পী আঁকে না চকচকা ছবি, এঁকে চলে তেলাপোকা;
ছন্দে লেখে না বড় কোনো কবি, শব্দ মেলায় বোকা।


'হিঃ হিঃ হিঃ হিঃ হাঃ হাঃ', মুক্তা ঝরায় শিশুরা ফোকলা দাঁতে;
টাক মাথা টেকো তালতলা যায় নির্ভয়ে দিনে-রাতে।
চড়কমেলায় গজা খায় মেলা, মুখে দেয় আর  গিলে;
কনে দেখা আর গান শোনা, দুই পাখি মারা এক ঢিলে।


ডুবে ডুবে ঘোলা পানি খাওয়া আর মুখ দিয়ে ধূমপান;
ছাগলের 'ভ্যা ভ্যা' শুনে শুনে লোকে বাথরুমে গায় গান।
আজব পৃথিবী, আজগুবি সব ঘটনা রটনা দেখে;
পাগল না হলে আদ্যোপান্ত এরকম কেউ লেখে!


রচনাকাল: ঢাকা, ০৩ নভেম্বর ২০২১।