ভালোবাসা ভুলে ঠাসা, প্রেমে হেমলক;
জীবনের আশা নাশে, লেটে গেটলক।
পকেটের টাকা হেঁটে তালগাছে উঠে;
কাঁঠাল পাকে না তবু তেল গোঁফে-ঠোঁটে।


মিষ্টির চেয়ে মিঠা গদগদ বানী;
হাসা-হাসি হাসে, লোকে করে কানাকানি।
আখেরে আখের গুড় পিঁপড়ায় খায়;
কাকাতুয়া কাত হয়ে ডানা ঝাপটায়।


যুগযুগ ধরে প্রেম হুজুগের বশ;
ত্যাগের মহিমা পেলে বাড়ে নামযশ।
ডুবে ডুবে খাবি খায় আলকাতরায়;
তবুও প্রেমের সাধ চোখে সাঁতরায়।


প্রেম ছাড়া কিছু নেই ত্রিভুবন জুড়ে;
রাধিকারা নেচে যায় কৃষ্ণের সুরে।
ভালোবাসা মোহ বটে, মোহনীয় তবু;
পৃথিবীর মায়া ছেড়ে পালাবে না কভু।


রচনাকাল: ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৩।