মানুষের কল্যাণে কখনো ছিলে না;
মানুষের কষ্ট নিয়ে কর' লেনাদেনা।
অন্যের বিপদে নেই কোনো শোকতাপ;
তোমার জীবনে নেই পূণ্য, শুধু পাপ।


সুসময়ে ভুলে থাকো, থাকো অন্ধকারে;
খারাপ সময় এলে ডাকো বারেবারে।
জীবন বাঁচাতে যদি তাঁকে ডাকো আরও;
কিছুটা হলেও তুমি পূণ্য পেতে পারো।


সুখের সময় তাঁকে জানাও কৃতজ্ঞতা;
মানুষের জন্য থাকে কর্তব্য-মমতা;
আজীবন করে যাও তাঁর আরাধনা;
তবে পূণ্যময় জীবনের তুমি একজনা।


রচনাকাল: ঢাকা, ০৯ এপ্রিল ২০২১