পিশাচের মৃত্যু নেই, ওরা অদৃশ্য;
মানুষের মাথা চিবিয়ে খায়, হাড়মাংসসহ।
মানুষের রূপ ধরে আসে;
মানুষের মাঝেই বাস করে।
মানুষের উপর কর্তৃত্বও করে;
মানুষকে ফাঁসায়।
এই পৃথিবী ফেতনা ফ্যাসাদে ভরিয়ে দেয়;
শান্তির মাকে নদীতে ভাসায়।


ভূমিকম্প হয়, ঝড়-জলোচ্ছ্বাস হয়;
মানুষ মরে, ওরা মরে না।


রচনাকাল: ঢাকা, ৩০ নভেম্বর ২০২১।