পদধারীর পদযুগল সোনা দিয়ে মোড়াও।
পদ নাই যার তারে কেনো পদের কাছে ঘোরাও!
একখানা পদ খালি হলে একজনকেই আন'।
যোগ্যতমের পাওনা, মিছেই দশজনকে টান'।
পদোন্নতি পেয়েও বসে নীচের চেয়ারটাতেই;
পদবী বেড়েছে বলে খুশি তারা তাতেই।
চেয়ার নাই তো চেয়ারম্যানের কী আছে দরকার !
আমজনতার করের টাকা ব্যয় করে সরকার।
জনগণের সুখ-সুবিধাই সবার চেয়ে বড়।
পরের ভাবনা আগেই ভেবে ঠিক কাজটি কর'।


রচনাকাল: ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৮।