কল্কি টেনে পল্টি খাওয়া আজব মানুষ, বাবা!
গাওগেরামে সবাই তাকে ভাবতো আগে হাবা।
হাবাগোবা নয় সে মোটেও, ভীষণ চালাক-চতুর;
গেরাকলে পড়েছো তার, এক নিমিষেই ফতুর।


টেরা চোখে রয় তাকিয়ে, সবাই ভাবে টেরা;
সুযোগ বুঝে কোচ কাটে, সব আচ্ছা ছাগল-ভেড়া।
মানুষ যেদিক দৌড়ে পালায়, সেদিক গিয়েই ভিড়ে;
ঝেড়ে কাশি দেয় না মোটেও, কাশে ধীরে ধীরে।


ভীড়ের মাঝেই পকেট কাটে, নাই কোনো ডর-ভয়;
চোর পালালে বুদ্ধি বাড়ে, সব মানুষেই কয়।
গাঁয়ের মাথার মাথায় কাঁঠাল, হাতে ভরায় তেল;
মাথার মাথায় তেল মাখাতেই ছুটে 'তুফান মেল্।'


মাথার মাথায় তেল মাখিয়ে কাঁঠাল ভেঙে খায়;
মাথা মাথা তোলার আগেই হাওয়ায় ভেসে যায়।
ধরা যদি খায় কখনো, কানমলা খায় নিজে;
মাথার মাথায় ছাতা ধরে, মেঘের জলে ভিজে।


রচনাকাল: ঢাকা, ২৬ জুন ২০২২।