রসের হাড়ি খুঁজতে বুঝি যাবেই যাবে অনেক দূর;
পিঁপড়ে এসে খেয়ে যাবে ছিকেয় তোলা খেজুর গুড়।


হাতের কাছে থাকতে মধু, বঁধুর খোঁজে যাচ্ছো কই;
হুলো বিড়াল গোঁফ উঁচিয়ে দুধ তো খাবেই, খাবেও দই।


আমও যাবে ছালাও যাবে আমবাগানে আসলে  ফেউ;
আমের আঁটি চাটবে, আমসত্ত্ব খাবে অন্য কেউ।


তাই বলি, মন, সবুর করে হাতের পাঁচ ধরেই থাক্;
যাক না ভেসে বানের জলে রুইকাতলার পোনার ঝাঁক।


নাই বা খেলি পরের বাড়ির রসুইঘরের দুধের সর;
পরের ধনে পোদ্দারি তো চলবে না আর জীবনভর।


রচনাকাল: ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২১।