ডিজিটালের যুগে কি কেউ পড়ে পথের ফাঁদে?
ছুটবে গাড়ি আকাশ পানে বিপদ যদি বাধে।


আজও দেখি ভীতুরাম আর নন্দলালের দল।
রাস্তাঘাটে বের হলে সব হারায় মনোবল।
হাত-পা কাঁপে কারো-কেহ গলা ছেড়ে কাঁদে।
ভয়ে    বিপদ যদি বাধে।


ভাঙা ব্রিজ পথে পেলে নামবে গাড়ি জলে।
চীন-জাপানে ট্রেন নাকি রেল না ছুঁয়েই চলে।
'ভয় পেয়ো না, ভয় পেয়ো না', বলি কী আর সাধে!
যদি    পড়ে পথের ফাঁদে।


ক'দিন আগেও কে ভেবেছে উড়ালসেতু হবে!
মেট্রোরেলের খাম্বা ঢাকার পথে পথে রবে!
পাতালরেলও চলবে দেখো আর কিছুদিন বাদে।
আরো   পড়বে পথের ফাঁদে?


সাহস করে আর ক'টা দিন ভাঙা পথে চল'।
'সবুরেতে মেওয়া ফলে' মনে মনে বল'।
চল' ক'দিন রংচটা বাস-মিনিবাসের কাঁধে।
আমি    বলি কী আর সাধে!


রচনাকাল: ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০১৮


* বন্ধুবর কবি আশরাফুল মান্নানএর লেখা 'চাঁদের বুড়ি কাঁদে' কবিতার প্রেক্ষিতে রচিত।