বিষন্ন বিকেলে পথে নেমে খুঁজি হারিয়ে যাওয়া  পথ,
যে পথে তুমি চলে গেলে অভিমানে।
আমার চোখের তারায় খুঁজনি প্রেমের আলোক;
ভালোবাসার গভীর সমুদ্দুর তোমার চোখে পড়েনি।
টলমল জল মোতির মালা কখন গিয়েছে ছিঁড়ে,
গড়িয়ে পড়েছে পথে একটা একটা করে মোতি।
পথচিহ্ন রেখে গেলাম চলার পথে।


একটু পরেই আঁধারে ঢেকে যাবে সব, নিভে যাবে দিনের আলো।
দূর গগনের চাঁদ আর তারাদের ক্ষীণতর আলো নেমে আসবে নিশ্চয়ই;
জোনাকির আলোও পথ দেখাবে হয়তোবা।
পথের ঠিকানা খুঁজে পেতে পথেই নামতে হয়;
নেমেছি আমিও।


রচনাকাল: ঢাকা, ২০ নভেম্বর ২০১৯