টগবগে লাল ঘোড়াটাকে বাগে আনতে হলে
মুখে শক্ত লোহার লাগাম পড়াতে হয়।
দশাসই চাবুক রাখতে হয় সাথে।
লাগামে হিঁচকে টান দিয়ে তার সমুন্নত মাথা নুঁইয়ে দিতে হয়।
খেলাতে হলে সপাং সপাং করে তার শরীরে চাবুক চালাতে হয়।
সবাই জানে।
তুমিই জানো না কেবল!
কোনো দয়া নেই, মায়া নেই।
দৌড়ে জিততে হলে তো নির্মম হতেই হবে!
আদর ভালোবাসা দেবার সময় কোথায়?
কিসের যত্নআত্তি?
কেনো?


সকাল সন্ধ্যা দৌড়ে চলেছো তুমি ঘোড়ায় সওয়ার।
সবাই দেখুক তুমি দিগ্বিজয়ী বীর।
তামাম দুনিয়া তোমার তারিফ করুক।
সামান্য অঙ্গুলিহেলনে নিমিষেই গুড়িয়ে যাক কারো প্রেমের মতিমহল।
কারো বুক ভেঙ্গে চৌচির হয়ে যাক কি যায় আসে তাতে।
দখল নেওয়াই তো তোমার লক্ষ্য!


যত্ন না নিলে বাগানে গাছ বেড়ে উঠে না।
অনাদরে ফুল ঝরে পড়ে ফোটার আগেই।
নদীতে চর পড়ে পানির প্রবাহ কমে গেলে।
যেখানে সেখানে ফেলে রাখলে গিটারে ধুলো জমে।
লোহায় মরিচা ধরে আদ্রতায়।
খনিতে কয়লার স্তুপে অনাদিকাল পড়ে থাকে হীরের টুকরো।
এগুলো সবাই জানে।
তুমিই জানো না কেবল!


ভালোবাসার বদলে আঘাত।
প্রেমের বদলে ঘৃণা।
কাছে চাওয়ায় বিনিময়ে অবহেলা।
ফুলের বিনিময়ে কাঁটার আঁচড়।
এই যদি তোমার রণকৌশল হয় তাহলে নিশ্চয়ই জিতবে।
সবাই দেখবে তুমি আমাকে জিতে নিয়েছো।
রক্তমাংশের আমাকে- প্রাণহীন!


রচনাকাল: ঢাকা, ২৭ অক্টোবর ২০১৮