প্রেমের 'প' জানে না সে, প্রেমের কথা বলে।
ভালোবাসার 'ভ' চিনে না, মগডালেতে চলে।
স্বপ্ন দেখায় আকাশছোঁয়া, যাবে অনেক দূর।
আমায় নিয়ে পাড়ি দেবে সপ্ত সমুদ্দুর।
যদি বলি,' যাও তো এখোন, লম্বা কথা ছাড়'।
বাবার কাছে গিয়ে এবার বিয়ের কথা পাড়'।'
মুখ হয়ে যায় কালো তখোন, গুমরোমুখো হাবা।
'হাড্ডিগুড্ডি ভেঙে দেবে শুনলে তোমার বাবা।'
বলে আমায়,' তার চে' বরং প্রেমের খেলাই খেলি।'
আমি বলি,' ঠ্যাং ভেঙে দিই। ভীতু এবার গেলি।'
দৌড়ে পালায়। সন্ধ্যেবেলায় আবার কাছে আসে।
লাল গোলাপের কলি সাধে। বলে ভালোবাসে।
ভালোবাসাবাসির ঠেলায় চোখ ফিরানোই দায়।
এ'কুল ও'কুল রাখতে গিয়ে জীবন আমার যায়!


রচনাকাল: ঢাকা, ৩১ অক্টোবর ২০১৮