প্রেম ভেঙে যায়;
ভালোবাসার রূপান্তর ঘৃণায়।
মোহের ঘটে মুক্তি।
কী জঘন্য মানুষের আকর্ষণ, মানুষের প্রতি!
মুহূর্তেই বদলে যায় মুখের আদল;
মুখোশের আড়ালেই বুঝি থাকে সর্বক্ষণ!


ফুলের সৌন্দর্য বিকশিত হয়;
পুলক জাগে পাখির কলতানে।
ভোরের বাতাসে মিষ্টি ছোঁয়া;
কুয়াশা চাদরে ঢাকা শীতের আকাশ।
সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু।
প্রকৃতি হয় না বিরূপ সহসাই।
মানুষের মন প্রকৃতির মতো নয় কেনো;
কেনো ভালোবাসতে জানেনা, হিসেব না কষে!


রচনাকাল: ঢাকা, ১৪ অক্টোবর ২০১৯