পৃথিবী দেখেনি কখনো আগে এমন বিরূপ  প্রকৃতি;
মানুষের জীবনে মননে আজ বিষাক্ত রাজনীতি।
অসভ্য মানুষের নিষ্পেষণ আর সুমিষ্ট ভাষণ;
অন্যায় অত্যাচার চলে, দেশে দেশে অদ্ভুত শাসন।


ঘরে পথে প্রান্তরে পড়ে থাকে মৃত ধর্ষিতা নারী;
জাগে না বিবেক শাসকের, শাসিতের শুধু   আহাজারি।
সমাজে সমাজে মানুষে মানুষে বিভেদ আর হানাহানি;
কী করে বাঁচবে মানুষ, সৃষ্টির সেরা অদম্য প্রাণি!


ধর্মের নামে হিংস্রতা, সাদা আর কালোতে লড়াই;
গোত্রে গোত্রে সহিংসতা ঘৃণা, আর দুর্বৃত্তের বড়াই।
কখনো কি হবে না বিধ্বস্ত এই বিভেদের প্রাচীর;
বসবাসযোগ্য হবে না পৃথিবী, আবার হবে না সুস্থির!


রচনাকাল: ঢাকা, ১২ মে ২০২১।