নিরাকারে ছিলে;
আকারে এলে।

সময় হয়েছে আবার;
নিরাকারে ফিরে যাবার।

দেখে নাও প্রিয় ভূমি;
চিনে নাও প্রিয় জন।

তিনিই তো ফিরিয়ে নেবেন;
প্রস্তুত থেকো শুধু।

রচনাকাল: ঢাকা, ১ এপ্রিল ২০২০