রাত নামে অন্ধকারে ভর করে,
মুছে দেয় দিনের সব গ্লানি।
মানুষের সব ব্যস্ততার হয় অবসান;
শান্তির ঘুম আর স্বপ্নের যুগল মৈথুনে
রাত যায় কেটে।
ওম দেয়, ওম নেয়।


জেগে থাকে ক্লান্ত চোখে বিরহকাতর পেঁচা;
আর পেঁচার মতো দুখী মানুষেরা।
আরও কেউ কেউ জেগে থাকে;
পাখিরা কিংবা প্রভুভক্ত কুকুর।


নেকড়ে অথবা হায়েনাও শিকারের খোঁজে
হন্যে হয়ে ঘুরে রাতের অন্ধকারে।
কখনো কখনো মানুষও শিকারি হয়;
হিংস্র হয়ে উঠে রাতের আলোআঁধারিতে।


রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০১৯