রাজহংসী ভেসে যায়,
যমুনায়।
যমুনার স্রোতে ভেসে,
যাবে দক্ষিণের দেশে।
সেই দক্ষিণের দেশে চর আছে,
সুন্দরী গাছ আছে;
বন আছে নলখাগড়ার।
সেখানেই বসত করে রাজহংস তার।
সে বনে ডাহুক ডাকে,
একপায়ে খাঁড়া থাকে
সাদা বকপাখি;
বালির সাথে তারা করে মাখামাখি।


রাজহংসী স্রোতে ভেসে চলে নেচে-গেয়ে;
রাজহংস বসে আছে তারই পথ চেয়ে।
পঙ্খীশিকারি পথে দিতে পারে হানা;
তবু রাজহংসী চলে মেলে দিয়ে ডানা।
ভয় নেই, ডর নেই, অবিরাম ছুটে চলে;
নীল আর ঘোলা জলে।
দক্ষিণের দেশে যাবে;
প্রেম-ভালোবাসা পাবে
সেখানেই।


সেই
দক্ষিণের দেশে তার প্রাণের ভোমরা থাকে।
যমুনার বাঁকে বাঁকে
শিকারির ভয় আছে;
রাজহংসী তবু যাবে যমুনায় ভেসে একা, বহুদূরে থাকা সেই রাজহংসের কাছে।


রচনাকাল: ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২১।