রানী মৌমাছি আছে পালঙ্কে শয়ান।
হাজারো পুরুষ তার শুনিছে বয়ান।
কোনো মাছি পাও টিপে, কেউবা মাথায়।
ঊরুদেশে কারো হাত, কেউ চুমু খায়।
বক্ষের মাঝে খুঁজে যক্ষের ধন।
রানীর হুকুমে করে যা যা প্রয়োজন।
শরীরের সাথে মিশে কারো বা শরীর।
মৌচাকে সর্বদা লেগে আছে ভীড়।
বাচ্চা পয়দা করা রানীরইতো কাজ।
কিসের শরম আর কিসেরইবা লাজ।


রচনাকাল: ঢাকা, ০৬ মার্চ, ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।