হৃদয় জানে, আমিই জানি
- শফিকুল ইসলাম বাদল


ব্যাকুল আমার হৃদয় জানে,
কোনখানে
তার ঘরবসতি!
সে কার প্রতি
অনুরাগে,
প্রেম সোহাগে
মগ্ন থাকে দিনরজনী;
চোখের মণি কোন্ সজনী!
ভালোবাসার আকাশ জুড়ে
উড়ে উড়ে
নিত্যদিনই গান গেয়ে যায়।
কোন্ বাগিচায়
যায় সে নেমে;
একটু থেমে
কোন্ কুসুমের পরাগ নিয়ে অঙ্গে মাখে!
মিষ্টি করে কারে ডাকে
আদরমাখা দৃষ্টি দিয়ে।
কারে নিয়ে
গর্ব যে তার জগৎজুড়া।
মনচোরা
কোন্ সে স্বজন!
সারাটি ক্ষণ
কার ভাবনায়
যায় কেটে যায়;
সুখে দুখে কার কথা কয়
সকল সময়!
মনের মাঝে বসত করে একটি টিয়া
হলোদিয়া।
রাতের বেলা কিসের টানে
তার দুচোখে স্বপ্ন আনে
পরীর রানী!


হৃদয় জানে, আমিই জানি।


রচনাকাল: ঢাকা, ০৫ মার্চ ২০২০