রোমে যখোন আগুন জ্বলে, নিরো বাজায় বাঁশি;
তাই না দেখে চোর-ডাকাতে হাসে অট্টহাসি।
ছাগলছানায় 'ম্যা ম্যা' করে, কুকুর নাড়ায় লেজ;
বাজার পুড়ে মঙ্গা-খরায়, সূর্য দেখায় তেজ।


ইতিহাসের পাতায় লেখা এসব কথাই শুনি;
ঋণ করে ঘি খেতে বলেন অনেক জ্ঞানী-গুণী।
চুন খেয়ে মুখ পুড়লে যদি দই দেখে ভয় পাও;
তাইলে জেনো জন্ম বিফল, বিফল মরণটাও।


গর্তে পড়ে মরছে মানুষ নিত্য শতে শতে;
চোখকান সব খোলা রেখে চলতে হবে পথে।
আয় বুঝে ব্যয় করতে হবে, বাঁচতে যদি চাও;
জিহ্বাটাকে সামলে রেখে যেদিক খুশী যাও।


পরের ধনে পোদ্দারী আর মুখে মধুর বিষ;
শেষ করে দেয় একাল-ওকাল, জানবে অহর্নিষ।
কল্কি ভরে ঋষিবাবার তামাক সাজাও যদি;
আমও যাবে ছালাও যাবে, ভাসিয়ে নেবে নদী।


রচনাকাল: ঢাকা, ৩০ মার্চ ২০২২।