সাদা চাল ভালো নয়, ছাড়ো সাদা আটা;
সাদা চিনি বাদ দাও, বলে দাও 'টা টা'।
সাদা কাগজের বই কেনো তুমি পড়'?
সাদা টাকা বাদ দিয়ে কালো টাকা ধর'।


সাদা রঙ রঙই নয়, বড়ো বাটপার;
সাত রঙ চুরি করে সাদা সাজা তার।
সাদা সাদা বকপাখি ভন্ডের সেরা;
সাদা লোম নিয়ে গাধা করে চলাফেরা।


সাদা দুধ ফেলে কাপে কালো কফি ঢালো;
সাদা চুলে রঙ দিয়ে করে নাও কালো।
যতোকিছু সাদা আছে, সব ছেড়ে দাও;
সাদা মনে চলো নাকো, আঁধারে লুকাও।


রচনাকাল: ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৩।