কতো দিন কতো রাত কতো না প্রহর,
পেরিয়ে এসেছো তুমি, কতো না শহর!
ইটের উপরে ইট, পীচঢালা পথ
ভেঙে ভেঙে; একদার ব্যর্থমনোরথ,
কতো শ্রম দিয়ে আর কতো কায়ক্লেশে
পৌঁছুলে নির্জনে গ্রামে অবশেষে।
সন্ধ্যার অন্ধকারে একফালি চাঁদ,
দূর করে দিতে সব ক্লান্তি অবসাদ!


আজও কি রাখবো দূরে, তা কখনো হয়;
অন্তর মাঝে আছো তুমি জ্যোতির্ময়,
অনন্ত অতৃপ্তি নিয়ে বহুকাল ধরে।
এসো বুকে, বুকে এসো, বাঁধো বাহুডোরে;
মিলনের উচ্ছ্বাসে সাজাও বাসর;
প্রশান্ত আনন্দময় হোক চরাচর।


রচনাকাল: ঢাকা, ২৫ মে ২০২১।