সাপের ছোবলে ক্ষত হই অহর্নিশ;
হতে পারে জাত সাপ, কিবা নির্বিষ।


পাঁজরের হাড়ে বসে নাগিনীর দাঁত;
ব্যথায় কাতর হয়ে কাঁদি দিনরাত।
ওঝার বীণের তালে সাপ দেয় শিস।


রচনাকাল: ঢাকা, ১৩ মার্চ ২০১৯